Friday, November 1, 2019

Agriculture and the farmer's life (কৃষিকাজ ও কৃষকের জীবন)

Agriculture and the life of the farmer
People are social creatures. In order to sustain human life, production of food grains, production of raw materials, supply, poultry, poultry, cows, goats, fishing etc. have to be performed. These are agricultural works. And this profession is the original profession of the human race. Those who do all these things are called farmers. The dawn is very attractive for the farmers in the autumn Bangladesh. Sometimes the farmers wake up in the morning and start farming in the fresh air, sometimes in the winter and sometimes in the rainy season. This variety of life of the farmers is really very interesting.


কৃষিকাজ ও কৃষকের জীবন
মানুষ সমাজ বদ্ব জীব। মানুষের জীবন ধারনের জন্য খাদ্য শষ্য উৎপাদন, কাঁচামাল উৎপাদন, সরবরাহ, হাঁস, মুরগী, গরু, ছাগল পালন মাছ ধরা ইত্যদি নানা ধরনের কার্যপ্রনালী সম্পাদন করতে হয়। এগুলোই হচ্ছে কৃষি কাজ। আর এই পেষা মানব জাতীর আদি পেষা। যিনি এই সমস্ত কাজ করে থাকেন তাদেরকে কৃষক বলা হয়।ষড়ঋতুর বাংলাদেশে কৃষকদের জন্য ভোর বেলাগুলো হয় অত্যান্ত আকর্ষনীয়। কখন্ও ভোর বেলায় ঘুম হতে উঠে নির্মল বাতাসে কৃষকরা কৃষিকাজ করতে নামে আবার কখন্ও কনকনে শীতে আবার কখন্ওবা ভরা বর্ষায়।কৃষকদের এই জীবন বৈচিত্র সত্যিই অত্যান্ত আকর্ষনীয়।


Others Site:

No comments:

Post a Comment

Fertilizer for plant growth (গাছের বৃদ্বি ও ফলনে কিছু গুরুত্বপূর্ন্ সারের ব্যাবহার)

  গাছের বৃদ্বি ও ফলনে কিছু গুরুত্বপূর্ন্ সারের ব্যাবহার আলোভেরা জেল, দারুচিনি গুরো ও মধু: আলোভেরা জেল, দারুচিনি গুরো ও মধুও রুটিন হরমোন ...