Monday, November 18, 2019

Fish farming in bioflux (বায়োফ্লক্স পদ্বতিতে মাছচাষ।)


বায়োফ্লক্স পদ্বতিতে মাছচাষ।
ট্যংকি  ১০, ০০০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন হয় তবে ট্যংকের স্ইজ হবে ১৩ ফিট ডায়ামিটার ও হাইট হবে ৪ ফিট
এর ভিতরে পানি থাকবে সারে ৩ ফিট।
ট্যংকে প্রথম পানি ঢালার নিয়ম:
১. পানি ঢেলে ১ দিন বাতাস চালনা করে রাখতে হবে।
২. প্রতি ১০০০ লিটার পানির জন্য ২৫০ গ্রাম হারে প্রাকৃতিক লবন মিশিয়ে দিতে হবে।
৩. টি.ডি. এস পরীক্ষা করতে হবে। লবন মিশানোর পর টি.ডি. এস ৪০০ থেকে ৬০০ এর মধ্যে থাকবে। টি.ডি. এস ১০০ এর নিতে হলে র্আও লবন মিশাতে হবে।
৪. লবন মিশানোর পর একদিন রাখতে হবে।
মোলাসিস, প্রোবায়টিক  মিশানোর নিয়ম:
প্রতি ১০০০ লিটার পানির জন্য ৪০ থেকে ৫০ গ্রাম মোলাসিস লবন মিশানোর একদিন পর দিতে হবে।
মোলাসিস মিশানোর সময়ই প্রোবায়টিক মিশাতে হবে। প্রতি ১০০০ লিটার পানির জন্য ৫০ গ্রাম প্রোবায়টিক দিতে হবে।
মোলাসিস প্রথমে পানির সাথে মিশিয়ে হালকা করে নিতে হবে। তারপর প্রোবায়টিকও কিছু পানির সাথে মিশিয়ে হালকা করে মোলাসিস ও প্রোবায়টিক কসাথে মিশিয়ে আস্তে আস্তে ট্যংকে ঢালতে হবে। পি.এইস থাকবে ৬.৫ থেকে ৭.৯ । যদি পি.এইস ৮ এর উপরে হয় তবে কিছু পানি ফেলে দিয়ে নতুন পানি দিয়ে পি.এইস ৭.৯ এর নিচে আনতে হবে।
 মোলাসিস ও প্রোবায়টিক ট্যংকে মিশানোর ৪ দিন এর মধ্যে ফ্লগ তৈরী সম্পন্ন হবে।
ট্যংকে মাছ ছাড়া:
এই চারদিন পর ফ্লগ তৈরী হলে ট্যংকে মাছ ছারতে হবে।
পাংগাস প্রতি ১ কেজিতে ৫০০০ পোনা এরকম
তেলাপিয়া প্রতি ১ কেজিতে ৬০০০ পোনা এরকম
২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত ছাড়া যাবে।
ট্যংকের হিসাব:
১৩ ফিট ডায়া ক্যাপাসিটির বা ১০,০০০ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন ট্যংকের খরচ পরবে এয়রিয়েশন ও মটর সহ খরচ পরবে ৩০০০০ টাকা।
মিনিমাম প্রোডাশন আসবে ৬০০ কেজির উপরে। খাবারের খরচ আসবে প্রতি বেচে ১০০ কেজি।
শিং মাছ প্রোডাশন আসবে ৪ মাসে আর কৈ মাছ প্রোডাশন আসবে ৩ মাসে।
সম্পূর্ন নিজ দায়ীত্বে সযন্তে বায়োফ্লক্স পদ্বতিতে মাছচাষকরুন।

Fish farming in bioflux method.

The tank has a capacity of 10,000 liters, but the size of the tank will be 13 feet in diameter and 4 feet in height.
There will be 3 feet of water inside it.

Rules for pouring water in the tank first:
1. Pour water and keep the air running for 1 day.
2. For every 1000 liters of water, 250 grams of natural salt should be added.
3. T.D. S must be tested. After mixing the salt, T.D. S will be between 400 to 600. T.D. If you want to take S100, you have to add raw salt.
4. It should be kept for one day after mixing salt.

Molasses, Probiotic Mixing Rules:
For every 1000 liters of water 40 to 50 grams of molasses salt should be given one day after mixing.
Probiotics should be added while mixing molasses. For every 1000 liters of water 50 grams of probiotic should be given.
Molasses should first be mixed with water to lighten it. Then the probiotic should also be mixed with some water and lightly mixed with molasses and probiotic kasat and gently poured into the tank. PES will be 6.5 to 7.9. If it is above PS7, then some water should be dropped and new water should be brought below PS8.
 The plug will be completed within 4 days of mixing the molasses and probiotic tank.

Without fish in the tank:
After these four days, if the flag is made, the fish should be released in the tank.
Pangas are like 5000 fry per 1 kg
6000 fry per 1 kg of tilapia
25 to 30 kg can be released.

Tank account:
A tank with a capacity of 13 feet diameter or a capacity of 10,000 liters will cost Rs. 30,000 including aeration and motor.
Minimum production will be above 800 kg. The cost of food will be 100 kg per sale.
Horn fish production will come in 4 months and kai fish production will come in 3 months.
Fish farming in bioflux method at your own risk.


Others Site:



No comments:

Post a Comment

Fertilizer for plant growth (গাছের বৃদ্বি ও ফলনে কিছু গুরুত্বপূর্ন্ সারের ব্যাবহার)

  গাছের বৃদ্বি ও ফলনে কিছু গুরুত্বপূর্ন্ সারের ব্যাবহার আলোভেরা জেল, দারুচিনি গুরো ও মধু: আলোভেরা জেল, দারুচিনি গুরো ও মধুও রুটিন হরমোন ...