Thursday, August 6, 2020

সম্ভাবনা ছাদবাগান (Rooftop Gardening)

সম্ভাবনা ছাদবাগান

সবুজ শ্যামল বাংলায় সবুজে ভরা গ্রামে বেড়ে উঠা নাগরিক সমাজের একটি অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে আর এই প্রয়াস থেকেই

জন্ম নেয় আপন আপন বাড়ির ছাদে বাগান তৈরীর প্রবনতা ।এই বাগান যেমন একদিকে পারিবারিক বিনোদন ও অবসর কাটানোর এক মিলন মেলা অন্যদিকে নিরাপদ সবজী দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ করছে । অতি প্রাচীন সভ্যতায়ও ছাদে বাগান তৈরীর ইতিহাস চোখে পড়ে ।করোননা পরিস্থিতির এই সময় ঘরবন্দি মানুষগুলোর জন্য ছাদে বাগান যেন এক প্রশান্তির নাম ।জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট জনসংখ্যার ৫৪ শতাংশ নগরে বসবাস করে।১৯৫০ সালে এর হার ছিল মাত্র ৩০ শতাংশ।বিশ্বব্যাপি এই নগরায়ন বাড়ার কারনে মহুরে কৃষি নামক এক নতুন শব্দ আমাদের শব্দ ভান্ডারে যুক্ত হয়েছে আর এই শহুরে কৃষি পরিবেশ রক্ষা, শহরের তাপমা্ত্রা কমানো পুষ্টি চাহিদা পূরণ বিনোদন ইত্যাদিতে ভূমিকা রাখতে পারে ।অধিকাংশ বাড়ির ছাদির দিকে তাকালে বিভিন্ন ধরনের বাগান দেখা য়ায় তার অধিকাংশই অপরিকল্পিত ভাবে গরে উঠেছে ।পরিকল্পিত উদ্দোগ নেয়া হলে য়ে কোন গাছ এমনকি শাক সবজীও ভাল ফলবে । আঙ্গুর, বেদেনা, ডালিম, আমড়া, পেয়ারা, ইত্যাদি নানা ধরনের মৈাসুমি ফল ছাড়াও কলা, কলমি শাক, ডাটা শাক, লাউ, ইত্যাদি অনায়াসে উৎপাদন করা য়ায় ।এই ছাদে বাগান একদিকে য়েমন মানুষের পুষ্টি, বিনোদন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে অন্যদিকে একটু অসাবধানতা ও পরিকল্পনার অভাবে বিপর্য্য় ডেকে আনতে পারে । কখনো কখনো মানুষের সৃষ্ট বিপর্য্য় প্রাকৃতিক দুর্যোগের চেয়েও আরও বেশি ভয়াবহ হতে দেখা যায় তারই উদাহরণ হিসাবে ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসের ঘটনায় ৩৯ জনকে প্রাণ বিসর্জ্ন দিতে হয়েছিল । এর কারন ছিল ছাদ থেকে পানি নিস্কাশনের পথটি বন্দ হয়ে গিয়ে বৃষ্টির পানি ছদে জমে থাকা ।

তাই ছাদে বা বাড়িতে বাগান তৈরীতে অবশ্যই আমাদেরকে নূনতম পরিকল্পনা ও সাবধানতা মেনে বাগান করা উচিত যেমন: ছাদের কাঠামো, বাড়তি ভার গ্রহনের জন্য ভিত্তিপ্রস্তরের ধারণ ক্ষমতা, চাষের স্থান হতে রাস্তায় বর্জ্য্, জমে থাকা পানি নিস্কাশন, চাষাবাদের জন্য ওয়াসা হতে ব্যবহৃত পানি, কৃষি-শিল্প এবং এর শ্রমিকদের উপর অর্থনৈতিক প্রভাব, ব্যবহৃত পানি জমে থাকলে রোগের প্রভাব, ছাদের নিরাপত্তা ব্যাবস্থা ইত্যাদির নেতিবাচক ও ক্ষতিকারক প্রভাব বিস্তারের আগেই যদি সেগুলো বিবেচনা করা না হয় তবে এটার কারনে ভবন ধ্স, সম্পত্তির ক্ষতি, ডেঙ্গু, চিকনগুনিয়া ও সবচেয়ে গুরুত্বপূর্ণ্ মানবজীবন নাশ হতে পারে ।

তাই নিয়ম মেনে ছাদ বাগান করলে এটি অবশ্যই যেমন একদিকে পারিবারিক বিনোদন ও অবসর কাটানোর এক মিলন মেলা অন্যদিকে নিরাপদ সবজী দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ করবে।


No comments:

Post a Comment

Fertilizer for plant growth (গাছের বৃদ্বি ও ফলনে কিছু গুরুত্বপূর্ন্ সারের ব্যাবহার)

  গাছের বৃদ্বি ও ফলনে কিছু গুরুত্বপূর্ন্ সারের ব্যাবহার আলোভেরা জেল, দারুচিনি গুরো ও মধু: আলোভেরা জেল, দারুচিনি গুরো ও মধুও রুটিন হরমোন ...